ডিবির হাতে ৪ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৪, ৮:৪৮:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪ জুয়াড়ি আটক হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে কিন ব্রিজের দক্ষিণ প্রান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলো- দক্ষিণ সুরমার ভার্থখলা স্বণালী-২৫ নম্বর বাসার মৃত আবদুল মতিনের ছেলে নজরুল ইসলাম (৫০), কুষ্টিয়ার দৌলতপুর থানার সাদীপুরের মৃত জাবাকশোর ছেলে মোমিন (৪৮), সিলেটের বিশ্বনাথ উপজেলার হোসেনপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে শফিকুর রহমান (৪২) ও সুনামগঞ্জ সদরের মোকামপাড়ার সিরাজ মিয়ার ছেলে হাবিবুর রহমান (২৩)।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের নন এফআইআর মামলা দিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।