বিয়ানীবাজার থেকে ১০ দিন ধরে কলেজ ছাত্র নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৪, ৮:৫৪:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বিয়ানীবাজার থেকে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। তার নাম আরাফাত আহমদ সোহান (২২)। সে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের লালুবাড়ি এলাকার শাহিন আহমদের ছেলে ও বৈরাগীবাজার আইডিয়াল কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
জানা গেছে, গত ২৪ অক্টোবর দুপুরে উপজেলার পাতন এলাকা থেকে সোহান নিখোঁজ হয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে পরদিন ২৫ অক্টোবর সোহানের বড় ভাই ছালেহ আহমদ বিয়ানীবাজার থানায় একটি সাধারণ জিডি করেন। নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও সন্ধান না পাওয়া উদ্বিগ্ন তার পরিবার।
নিখোঁজ সোহান আহমদের পিতা শাহিন আহমদ গত ২৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর এক মাসের মাথায় কলেজ সোহান নিখোঁজ হওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। তার সন্ধান পেলে নিম্নলিখিত নাম্বার কিংবা পাশর্^বর্তী থানাকে অবহিত করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজ আরাফাত আরাফাত আহমদ সোহানের বড় ভাই ছালেহ আহমদ। মোবাইল নং- ০১৭০৬২৯৯১৬৪।