মালয়েশিয়ায় পাচারের শিকার ৬ বাংলাদেশী উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৪, ৫:১৩:৪২ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ায় মানবপাচারের শিকার ৬ বাংলাদেশীকে উদ্ধার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার সেলাঙ্গর রাজ্যের ক্লাং সেন্ট্রালে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা করা হয়। গোয়েন্দা ও স্পেশাল অপারেশন ডিভিশনের অভিযানে পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তর মানবপাচার সিন্ডিকেটের সাথে জড়িত ৩০ বছর বয়সী এক বাংলাদেশীকেও গ্রেপ্তার করেছে।
জেআইএম এক বিবৃতিতে বলেছে সিন্ডিকেট ভিকটিমদের পর্যটক হিসেবে নিয়ে আসে এবং ভিকটিমদের জন্য সমস্ত পাসপোর্ট, ভিসা এবং ফ্লাইট টিকিটের বিষয় সিন্ডিকেট দ্বারা পরিচালিত হয়। এরপর মানবপাচারের শিকারদের নিয়ে যাওয়া হয় একটি ‘ট্রানজিট হাউসে’। সিন্ডিকেট দ্বারা চার্জ করা ফি হল প্রতিটি ব্যক্তির জন্য ১৫ হাজার রিঙ্গিত এবং ভিকটিমকে ‘ট্রানজিট হাউস’ ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য ব্যক্তিপ্রতি অতিরিক্ত ৫ হাজার রিঙ্গিত নিতো এই সিন্ডিকেট।
অভিযান চালানো হলে প্রাঙ্গণের তত্ত্বাবধায়ক একটি কক্ষের একটি জানালা দিয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। অভিযানের সময় ৭ টি বাংলাদেশী পাসপোর্ট এবং ৭ টি স্মার্টফোনও জব্দ করা হয়।
১৮ থেকে ৪১ বছর বয়সী ছয় বাংলাদেশী যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের পরবর্তী পদক্ষেপের জন্য মালাক্কার তানজুং ক্লিং-এর একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।