মহানগর বিএনপির কমিটিকে জেলা বিএনপির অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৪, ৫:১৪:১৮ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভীসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
সোমবার রাতে সিলেট জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম প্রেরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি স্বচ্ছ ও প্রত্যক্ষ ভোটে সফল কাউন্সিলের মাধ্যমে মহানগর বিএনপির শীর্ষ নেতৃত্ব নির্বাচনের পর ১৭০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের মাধ্যমে সিলেটে বিএনপির কার্যক্রম আরো শক্তিশালী ও সুসংহত হবে। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর আজ পরিবর্তিত পরিস্থিতিতে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমাদের প্রত্যাশা। তারেক রহমানের নেতৃত্বে সাম্য, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে তাঁর হাতকে শক্তিশালী করতে দলের সাংগঠনিক দায়িত্ব পালন করবেন।
নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ নবগঠিত মহানগর কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে সিলেট জেলা বিএনপি এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।