সুনামগঞ্জে মা-ছেলে খুনের বিচার চেয়ে সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৪, ৫:১৫:৪৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের মা-ছেলে খুনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের গ্রেফতার এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহত ফরিদা বেগমের পরিবার। মঙ্গলবার দুপুরে নিজ বাসার সামনে নিহত ফরিদা বেগমের মেয়ে আনফা বেগম ইসলাম এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে নিহতের মেয়ে আনফা বেগম ইসলাম বলেন, গেল মাসের ২৯ তারিখ রাতে নির্মমভাবে খুন হন আমার মা ও ভাই। আমি একজন প্রবাসী। ঘটনা শুনার সঙ্গে সঙ্গে দেশে এসে দাফনসহ প্রয়োজনীয় কাজ করেছি। আমার মা ও ভাইয়ের সঙ্গে যে নির্মমতা হয়েছে এর আগে সুনামগঞ্জে তা হয়নি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমুলক বিচারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন আনফা বেগম ইসলামের মামাতো ভাই সজিব আহমদ। এছাড়াও অন্যান্য আত্মীয়-স্বজনরা এসময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চলতি মাসের ২ তারিখে নিতহের মেয়ে আনফা বেগম ইসলাম বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় মামলা করেছেন। মামলায় তাদের বাসায় ভাড়াটে থাকা নিহত ফরিদা বেগমের খালাতো বোন নার্গিস বেগম ও তার দুই ছেলেকে আসামী করা হয়েছে। ইতিমধ্যে নার্গিস বেগমের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও আরও তিন থেকে চারজনকে আজ্ঞাতনামা আসামী করা হয়েছে।