ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব আফতাব হোসেন
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৪, ৭:২৭:১৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড- ১) এ. কে. এম. আফতাব হোসেন প্রামাণিককে ধর্ম মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জামিলা শবনমের স্বাক্ষর করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড- ১) এ. কে. এম. আফতাব হোসেন প্রামাণিককে পদোন্নতি দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ/বদলি করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে, গত ২৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ. কে. এম. আফতাব হোসেন প্রামাণিককে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এরও আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।