জৈন্তায় চোরাই চিনিসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৪, ৯:১৬:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে ভারতীয় ২৫ বস্তা চোরাই চিনিসজ ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় চিনি বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলাবাজার এলাকায় অভিযান তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর গ্রামের আফজাল হোসাইন মাসুম (২১) ও একই এলাকার ইয়াসিন আহমেদ (১৯)।
মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় চোরাই চিনি ২ জনকে আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে জৈন্তাপুর থানায় মামলা দায়ের করেছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।