জেলা বিএনপির পদ ছাড়লেন ব্যারিস্টার আদনান
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৪, ৯:১৮:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিয়েছেন মহানগর বিএনপিতে সদ্য সহ-সভাপতি হওয়া ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান। সোমবার রাতে সিলেট জেলা বিএনপি বরাবরে পদত্যাগপত্র জমা দেন তিনি।
রিয়াসাদ আজিম হক আদনান বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্ঠা সিলেটের বর্ষীয়ান বিএনপি নেতা মরহুম এমএ হকের ছেলে।
জানা গেছে, ২০২২ সালের ২৯ মার্চ সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক পদে এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে শামীম আহমদ বিজয়ী হন। কাউন্সিলের এক বছর পর ২০২৩ সালের মার্চে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়। ঐ কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছিলেন ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান।