পরিত্যক্ত ট্রাক থেকে ৬০ বস্তা চিনি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৪, ৯:২৩:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের শাহপরান থানা এলাকার মুরাদপুর বাইপাস ব্রিজের পার্শ্ববর্তী সড়ক থেকে পরিত্যক্ত একটি ডিআই পিকআপ ট্রাক থেকে ৬০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ট্রাকটি আটক করলে ত্রিপল দিয়ে ঢেকে রাখা ৬০ বস্তা চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জব্দকৃত ভারতীয় চোরাই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।