বালাগঞ্জে ইফার ইমাম ও খতিব প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৪, ১০:১৩:৩৪ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি:
হাওর অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলার ইমাম ও খতিবদের অংশগ্রহণে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০ ট ায় উপজেলা হলরুমে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন বালাগঞ্জ উপজেলা এমসি মো: আছাব আলীর পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দীন মজুমদার। উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ জামাল উদ্দিন, হাওর প্রকৃতি সিলেট ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ কাওছার আহমদ, উপজেলা মডেল লাইব্রেরিয়ান মাওলানা নোমান আহমেদ কাওছার প্রমুখ। কর্মশালার শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মিজানুর রহমান।