কুয়ালালামপুরে বাংলাদেশীসহ ৭১ জন আটক
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৪, ৫:১৬:০৬ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধ অভিবাসীদের দমন অভিযানে বাংলাদেশীসহ ৭১ জনকে আটক করেছে অভিবাসন বিভাগ। দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার স্থানীয় সময় সাড়ে ১২ টায় ফেডারেল টেরিটরির মালয়েশিয়ান অভিবাসন বিভাগ (জিআইএম) রাজধানীর চারপাশে একটি অভিযানে মোট ৭১ জন অবৈধ অভিবাসীকে (পিএটিআই) আটক করা হয়।
কুয়ালালামপুরের অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বলেছেন, অভিযানের সময় ১৫০ জনের কাগজপত্র যাচাই বাছাইয়ের পর বাংলাদেশের ২৪, মিয়ানমার ৩০, নেপাল ৮, ইন্দোনেশিয়া ৭, থাইল্যান্ড ১, পাকিস্তান ১ নাগরিকসহ থেকে মোট ৭১ জন অভিবাসন আইন লঙ্ঘন করায় তাদের আটক করা হয়। পরিচালক ব্যাখ্যা করেছেন যে অভিবাসন আইন লঙ্ঘনের অপরাধে ১০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা বা পাঁচ বছরের বেশি বা বেত্রাঘাতসহ উভয়ই কারাদন্ড হতে পারে।
পরিচালক জোর দিয়ে বলেন, আটক বিদেশীদের সুরক্ষার সাথে জড়িত পক্ষগুলি, নিয়োগকর্তা বা অন্য কেউ হোক না কেন সার্বভৌমত্ব এবং জননিরাপত্তা বজায় রাখার জন্য আপস ছাড়াই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জিআইএম সবসময় অভিবাসন আইন প্রয়োগ করে নিয়মিত এনফোর্সমেন্ট অপারেশন চালাবে।