র্যাববের হাতে ‘শুটার’ আনসার সহযোগীসহ আটক
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৪, ৭:২৯:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগরের পশ্চিম পৈলনপুরের বড় হাজিপুর থেকে সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করা ‘শুটার’ আনসার আহম্মদ রাহুল (৩০) ও তার সহযোগী মো. আমিনুল ইসলাম নাঈম (২৩)-কে গ্রেফতার আটক র্যাব। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে র্যাব ৯ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা দুজন এসএমপির শাহপরান থানার মামলায় পলাতক আসামী। আটকৃত আনসার আহম্মদ রাহুল (৩০) ও মো. আমিনুল ইসলাম নাঈম (২৩) এসএমপির শাহপরান থানার বাসিন্দা। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।