মৌলভীবাজারে ছাত্রদলের আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৪, ৮:৪০:৪০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক ফয়জুল করীম ময়ুনসহ অন্যান্য নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল।
বুধবার বিকেলে শহরের শমসেরনগর সড়ক থেকে মিছিলটি বের হয়ে এম সাইফুর রহমান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সভাপতি রুবেল আহমদ। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সভাপতি শেখ সাহেদ, সহ সভাপতি রাকিব আহমেদ, সহ সভাপতি রকি আহমেদ, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহমেদ সাজু, সহ সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আলামিন আহমেদ, ছাত্রনেতা ইমরুল আহমেদ, আবু তালেব, আবু তাহের রনি, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম প্রমুখ।