মনূ নদে অবৈধ বালু উত্তোলনে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৪, ৫:৪১:২০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের মনূ নদে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ব্যক্তিকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে বালু উত্তোলন সামগ্রীর ড্রেজার মেশিন জব্ধ করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার দিবাগত রাতে পৃথক অভিযানে এ জরিমানা করা হয়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মৌলভীবাজার সদর উপজেলার মনূ নদের কামালপুর ইউনিয়নের নতুন ব্রীজ সংলগ্ন ইসলামপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে- এমন খবর পান সংশ্লিষ্টরা। খবর পেয়ে মঙ্গলবার স্থানীয় তহসিলদার বাধা দিলে তারা তা কর্ণপাত না করে বালু উত্তোলন করতে থাকে। পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইসলামপুরে দুটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এমনটি দেখতে পান। তাৎক্ষণিক বালু উত্তোলনে জড়িত থাকা মোঃ রকি হোসেন নামের একজনকে ২ লাখ টাকা জরিমানা করেন। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্ধ করা হয়।
এদিকে, বুধবার দিবাগত রাত ৯টায় মৌলভীবাজার সদর উপজেলার মনূ নদের সুমারাই ঘাটে অভিযান চালান জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাশ। সরেজমিনে গেলে তারা দেখতে পান মনূ নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে লম্বা পাইপ লাগিয়ে গ্রামের একটি বাড়িতে বালুৃ উত্তোলন করা হচ্ছে। এ সময় বালু বিক্রেতা ও ক্রেতাদের বালু উত্তোলন ও ক্রয়ের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বললে তারা আর দেখাতে না পারায় অবৈধভাবে বালু উত্তোলনকারী রাজু মিয়াকে ১ লাখ টাকা ও বালু ক্রয়কারী রায়হান আহমদকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার জব্ধ করে একজনের জিম্মায় রাখা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, মনূ নদে বৈধপথে যারা বালু উত্তোলন করে আসছেন তারা শর্তে দেওয়া সীমানা লঙ্ঘন করে অন্য জায়গা থেকে দেদারছে বালু উত্তোলন করে আসছেন। এসব আইন ও শর্ত অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ ইজারা বাতিলের জোর দাবী জানান তারা।