বিপ্লব ও সংহতি দিবসে সুনামগঞ্জে বিএনপির র্যালি
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৪, ৬:০১:২৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় পুরাতন বাসস্টেশন এলাকা থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্য যাদুঘরে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন এর সভাপতিত্বে ও সদস্য নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মল্লিক মঈন উদ্দিন সোহেল, ফারুক আহমেদ, এডভোকেট জিয়াউর রহমান শাহীন, আনসার উদ্দিন ও রেজাউল হক প্রমুখ। এসময় বিএনপির নেতৃবৃন্দ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানান।