জৈন্তায় কিশোরীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৪, ৬:৩৬:২৬ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে গলায় ফাঁস লাগানো অবস্থায় কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই কিশোরীর নাম আন্জুমান আক্তার সাথী (১৩)। সে উপজেলার আসামপাড়া গ্রামের ইতালি প্রবাসী মো: আলিম উদ্দিনের মেয়ে। নিহত সাথী রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১১টায় সাথীর রুমের দরজা ভিতর থেকে লাগানো ও সাড়া শব্দহীন অবস্থায় দেখে সাথীর মাদ্রাসা পড়ুয়া ভাই আরিফুল ইসলাম দরজা ভেঙ্গে রুমের ভিতরে সাথীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এই অবস্থায় ঝুলন্ত সাথীকে নামিয়ে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে দুপুর ১২টায় জৈন্তাপুর মডেল থানার পুলিশের টিম হাসপাতালে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল তৈরী করে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ বদরুজ্জামান বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেতে পারে। অধিকতর তদন্ত সাপেক্ষে মৃত্যুর রহস্য নিশ্চিত করতে সিলেট ওমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।