জুড়ীতে বিপ্লব ও সংহতি দিবসের র্যালি
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৪, ৮:০৬:৫৬ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি করেছে বিএনপি।উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন বৃহস্পতিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্ত্বর থেকে র্যালি বের করে উপজেলা শহর প্রদক্ষিণ করে ভবানীগঞ্জ বাজারে এক পথ সভায় মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ মোহাইমিন শামীম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকর। র্যালিতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।