বিপ্লব ও সংহতি দিবসে জেলা জামায়াতের সভা
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৪, ৮:২৪:০০ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেছেন ৭৫ এর ৭ই নভেম্বর যেভাবে সমস্ত জাতি এক হয়ে রাস্তায় নেমে এসছিলো একইভাবে ২০২৪ এর ৫ই আগস্টেও দেশবাসী এক হয়ে ছাত্র-জনতার বিপ্লব ঘটিয়েছে। ঐতিহাসিক ৭ই নভেম্বর ও ৫ই আগস্টের বিপ্লব মুক্তিকামী দেশবাসীকে একই চেতনায় পথ দেখিয়েছে। দেশপ্রেম ও ইসলামী চেতনায় বিশ্বাসী মানুষকে করেছে ঐক্যবদ্ধ। তিনি বলেন, ঐতিহাসিক ৭ই নভেম্বর মুক্তিকামী মানুষকে যুগে যুগে প্রেরণা যোগাবে। দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষায় এই চেতনা ধরে রাখতে হবে।
হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নজরুল ইসলামের পরিচালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াত সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল কুদ্দুস, হাকিম নাজিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ফখরুল ইসলাম খান, জামায়াতনেতা মাওলানা জয়নুল আবেদীন প্রমূখ। বিজ্ঞপ্তি