কানাডায় ভারতের যাবতীয় সামাজিক কর্মসূচি বাতিল
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৪, ৯:১৬:৩৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার কানাডার স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলো ইঙ্গিত দেয় যে, তারা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে অক্ষম। এরপরেই টরন্টোতে ভারতের কনস্যুলেট জেনারেল ঘোষণা করেছে দেশ জুড়ে বেশ কয়েকটি নির্ধারিত কনস্যুলার ক্যাম্প বাতিল করা হচ্ছে। টরন্টোতে ভারতের কনস্যুলেট জেনারেল এক্স-এর একটি পোস্টে বলেছেন, ‘কমিউনিটি ক্যাম্পে ন্যূনতম নিরাপত্তা সুরক্ষা প্রদান করতে নিরাপত্তা সংস্থাগুলো তাদের অপারগতার কথা জানায়। এরপরেই আয়োজকরা কিছু ইভেন্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’
টরন্টোর নিকটবর্তী হিন্দু সভা মন্দিরে অনুষ্ঠিত কনস্যুলার ক্যাম্পে হিংসাত্মক ঘটনা ঘটার কয়েকদিন পর এই খবর সামনে এলো। কানাডায় ভারতীয় হাইকমিশন এই হামলাকে ‘ভারত-বিরোধী’ কাজ বলে নিন্দা করেছে। সেইসঙ্গে জানিয়ে দেয়া হয়েছে যে, স্থানীয় কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারলে তবেই ভবিষ্যতে কনস্যুলার কার্যক্রম চলবে। ঘটনার ফুটেজ শেয়ার করে হিন্দু কানাডিয়ান ফাউন্ডেশন অভিযোগ করেছে যে, খালিস্তানিপন্থীরা মন্দিরের বাইরে নারী ও শিশুদের লক্ষ্যবস্তু করে। ভিডিওটি ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে এবং ভারতীয় প্রবাসীদের জন্য কড়া সুরক্ষার দাবি তোলা হয়েছে। হামলার প্রতিক্রিয়ায়, এক হাজারেরও বেশি কানাডিয়ান হিন্দু মন্দিরের বাইরে জড়ো হয়েছিল। কানাডার নেতাদের কাছে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।
বিক্ষোভের সময়, আয়োজকরা কানাডার রাজনৈতিক নেতাদের এবং আইন প্রয়োগকারী সংস্থাকে খালিস্তানিপন্থীদের সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো উভয়েই ধিক্কার জানিয়েছেন। এক্স-এ ঘটনাকে সম্বোধন করে, প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ‘আমি হিন্দু মন্দিরে ইচ্ছাকৃত হামলার তীব্র নিন্দা জানাই। আমাদের কূটনীতিকদের ভয় দেখানোর কাপুরুষোচিত প্রয়াসও সমান আতঙ্কজনক। এ ধরনের সহিংসতা কখনোই বরদাস্ত করা হবে না যা ভারতের সংকল্পকে দুর্বল করে। আমরা আশা করি কানাডিয়ান সরকার ন্যায়বিচার নিশ্চিত করবে এবং আইনের শাসন বজায় রাখবে।’
প্রধানমন্ত্রী ট্রুডোও অসন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘ব্র্যাম্পটন হিন্দু সভা মন্দিরে সহিংসতা অগ্রহণযোগ্য। প্রতিটি কানাডিয়ানের স্বাধীনভাবে এবং নিরাপদে তাদের বিশ্বাস অনুশীলন করার অধিকার রয়েছে।’
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া