বিপ্লব ও সংহতি দিবসে জিয়া মঞ্চ’র র্যালি
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৪, ৯:২৭:৫৩ অপরাহ্ন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া মঞ্চ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে নগরীতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বৃহস্পতিবার র্যালিটি নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে যোগ দেয়।
সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মো. শাহেদ আহমদের সভাপতিত্বে এবং মহানগর জিয়া মঞ্চের সদস্য সচিব সৈয়দ রাজন আহমদ ও জেলা জিয়া মঞ্চের মোস্তাক আহমদের যৌথ সঞ্চালনায় র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় টিম প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির এবং সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর জিয়া মঞ্চের আহবায়ক মাসুদ আহমদ কবির।
সমাবেশ ও র্যালিতে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওছার আহমদ, যুগ্ম আহবায়ক শাহ মো. জাহেদ, মাহিদ আহমদ, কাজী আসাদুজ্জামান ওয়াসিম, আশিকুর রহমান রুনা, মো. দেলোয়ার হোসেন, শানুর মিয়া, আকরাম খান রাজেল, মুহিন আজাদ ও শাহিন আহমদ, জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক আব্দুল মুকিত সুমেল, জাকির হাসান শিকদার, মো. শওকত আলী, দুলাল আহমদ, মো. তারেক আহমদ সুরুক, মো. শামীম আহমদ বেলাল, মো. জিয়াউর রহমান, মো. আমির আলী, জাকির খান জাকারিয়া ও দেলোয়ার হোসেন দিলু, মহানগরের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মেহেদী হাসান রানা প্রমুখ। বিজ্ঞপ্তি