সিলেট মহানগর জামায়াতের নতুন সেশনের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ৫:৩১:০৪ অপরাহ্ন
সিলেট মহানগর জামায়াতের আগামী ২০২৫-২০২৬ শেসনের নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে মহানগর জামায়াত কার্যালয়ে উপস্থিত মহানগর কর্মপরিষদ ও শুরা সদস্যদের উপস্থিতিতে নতুন সেশনের কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।
নতুন শেসনের জন্য সিলেট মহানগর আমীর হিসেবে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামের নাম ইতোমধ্যে কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার মহানগর সেক্রেটারী হিসেবে মোহাম্মদ শাহজাহান আলী, নায়েবে আমীর হিসেবে ড. নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন মনোনীত হন। নতুন সেশনের কমিটি ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
এ সময় মহানগরী আমীর ফখরুল ইসলাম বলেন, জামায়াত মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভুখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী এই দেশ ও জাতি গঠন এবং নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে জামায়াত নেতৃবৃন্দকে আরো বেশী দায়িত্বশীল ও অগ্রণী ভুমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসররা এখনো নানাভাবে সক্রিয় থেকে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে ছাত্র-জনতার বিজয়কে নস্যাতের ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে দেশপ্রেমিক ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ ও সজাগ দৃষ্টি রাখতে জামায়াত নেতৃবৃন্দকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করবে। সবধরণের বৈষম্য দূর করে একটি মানবিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জামায়াতের আদর্শিক পথচলা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি