জৈন্তায় ভারতীয় মোটরসাইকেল আটক
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ৫:৩৬:২৩ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযানে এমটি-১৫ সিরিজের ভারতীয় ১টি মোটর সাইকেল আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে সিলেট-তামাবিল মহাসড়কের থানার সম্মুখে চেক পোস্ট বসায় পুলিশ। এ সময় দ্রুত গতিতে সীমান্ত অতিক্রম করে নিয়ে আসা মোটর সাইকেলটি পুলিশের চেক পোস্ট দেখে চোরাকারবারী দলের সদস্যরা সাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। তাৎক্ষণিক পুলিশ সাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেক পোস্ট বসিয়ে ভারতীয় এমটি-১৫ সিরিজের ১টি মোটর সাইকেল আটক করা হয়েছে। চোরাকারবারিরা চেক পোস্ট দেখে সাইকেল ফেলে পালিয়ে যায়। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের অভিযান চলমান রয়েছে।