মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফুটবল লিগে চ্যাম্পিয়ন আইন ও বিচার বিভাগ
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ৬:১৮:২৮ অপরাহ্ন
মেট্রোপলিটন ইউনিভার্সিটির নিয়মিত ফুটবল আসর ‘লিগ এম’ এর সিজন ৮-এ চ্যাম্পিয়ন হয়েছে ডিপার্টমেন্ট অব ল’ এন্ড জাস্টিস (আইন ও বিচার বিভাগ) টিম। মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত লিগ এম’র ফাইনাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনালে মুখোমুখি হয় ব্যবসায় প্রশাসন বিভাগের দল বিবিএ ফ্যালকনস এবং আইন ও বিচার বিভাগের দল ডিপার্টমেন্ট অব ল’ এন্ড জাস্টিস। উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ছিল। ফলের জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ডিপার্টমেন্ট অব ল’ এন্ড জাস্টিস।
চ্যাম্পিয়ন দলের গোলকিপার মাহদি ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। টুর্নামেন্টসেরা গোলকিপারের পুরস্কার জিতেন মাহদি। এছাড়া চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় নাহিদ টুর্নামেন্টের সেরা গোলদাতা এবং টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, রেজিস্ট্রার তারেক ইসলাম, প্রক্টর শেখ আশরাফুর রহমান, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এম জেড আশরাফুল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা, এমইউ স্পোর্টস ক্লাবের সভাপতি মো. মনসুরুজ্জামান শেখ ইমন, এমইউ স্পোর্টস ক্লাবের সকল সদস্য, শিক্ষার্থীবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীগণ প্রমুখ। বিজ্ঞপ্তি