বালাগঞ্জে ইমাম প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ৬:২১:০৪ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি: হাওর অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ে বালাগঞ্জ উপজেলার ইমাম ও খতিবদের অংশগ্রহণে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা হলরুমে এ প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দীন মজুমদার। সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক।
ইসলামিক ফাউন্ডেশন বালাগঞ্জ উপজেলা এমসি মো. আছাব আলীর পরিচালনায় অনলাইনে বিশেষ অতিথি হিসেবে যুক্ত থেকে বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দীন মজুমদার, বালাগঞ্জ উপজেলা ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ জামাল উদ্দিন, হাওর প্রকৃতি সিলেট ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ কাওছার আহমদ, উপজেলা মডেল লাইব্রেরিয়ান মাওলানা নোমান আহমদ কাওসার প্রমুখ। কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মিজানুর রহমান।