জগন্নাথপুরে শফিকুর রহমান ফাউন্ডেশনের মেধাবৃত্তি পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ৬:২৩:০৫ অপরাহ্ন
জগন্নাথপুর থেকে সংবাদদাতা: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের আলেম শায়েখ শফিকুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৩টায় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জগন্নাথপুর উপজেলাব্যাপী ৩য় বার্ষিক নূরানী মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওলানা শায়েখ শফিকুর রহমানের সভাপতিত্বে ও শায়খ শফিকুর রহমান ফাউন্ডেশনের পরিচালক মুফতি তোফায়েল আহমদ কামরান, সহকারী পরিচালক মাওলানা রেজাউল করীম ও কোষাধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলামের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক হাফিজ ইউসুফ আহমেদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর দারুল হাদিস মাদরাসার শিক্ষাসচিব মাওলানা সৈয়দ মাসরুর আহমদ ক্বাসেমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালপুর ক্বাসিমুল উলুম মাদরাসার মুহতামীম মাওলানা বাহা উদ্দিন, মাওলানা ফজল আহমদ, মুফতি হামিদুল হক রাহমানি, মো. নুরুজ্জামান মিয়া, মুফতি মতিউর রহমান, মাওলানা জাকির হোসেন জামালী, মাওলানা সাজ্জাদুর রহমান, মুফতি নিজাম উদ্দিন সালেহী ও মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
জগন্নাথপুর উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের নূরানী বিভাগের ৭২ জন ছাত্রছাত্রী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরমধ্যে জামেয়া হোসাইনিয়া দারুল হাদিস সৈয়দপুর মাদরাসার শিক্ষার্থী শাহীন আলম প্রথম, সৈয়দপুর শাহ ওয়ালী উল্লা নূরানী একাডেমির শিক্ষার্থী সৈয়দ তাকবির আহমদ তামজিদ দ্বিতীয়, একই একাডেমির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ তৃতীয়, মদীনাতুল উলুম হবিবপুর হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী তাফসি হাসান চতুর্থ ও জামেয়া হোসাইনিয়া দারুল হাদিস সৈয়দপুর মাদরাসার শিক্ষার্থী সাইম আহমদ পঞ্চম স্থান অর্জন করেন। প্রথম পুরস্কার নগদ ১০ হাজার টাকা ও সনদ, দ্বিতীয় পুরস্কার ৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা এবং উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।