মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের গ্রেডভূক্ত করার দাবীতে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ৬:২৬:৩৭ অপরাহ্ন
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক বরাবরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষক শিক্ষিকাদের গ্রেডভূক্ত করার দাবীতে বুধবার স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপি প্রদান করেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে.এম. মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ মাওলানা ইদ্রিস আহমদ জাকারিয়া, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবিদ হাসান। বিশেষপার্সন হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহম্মদ আবুল হোসাইন।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের সকল শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করে সরকার পরিচালিত গ্রেডে এর অন্তর্ভুক্ত করে বেতন ভাতা প্রদানে প্রকল্প পরিচালকের সুপারিশ কামনা করেছেন। বিজ্ঞপ্তি