কুলাউড়ায় জামায়াতের নতুন আমীরের শপথ
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ৭:১৪:২৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হিসেবে শপথ নিয়েছেন মনসুর মোহাম্মদীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম। শুক্রবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে শুরা সদস্য নির্বাচন উপলক্ষে রুকন (সদস্য) সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের সদস্য ও উপজেলা জামায়াতের বিদায়ী আমীর ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র প্রভাষক মো. হামিদ খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।
সমাবেশে সদস্যদের ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য আমীর নির্বাচিত হন সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম। এর আগে তিনি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।এ ছাড়াও ১০ জন মজলিশে শুরা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা হলেন- মো. জাকির হোসেন, বেলাল আহমদ চৌধুরী, সাইফুল ইসলাম খান, আব্দুন নুর, মো. শফিক মিয়া, মাওলানা মতিউর রহমান, মাওলানা বজলুল হক, রাজানুর রহিম ইফতেখার, মাওলানা আতিকুর রহমান ও রুহুল আমিন রইয়ব।