কোম্পানীগঞ্জ যুবলীগ নেতা ইকবাল আটক
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ৮:৫০:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে এক যুবলীগ নেতাকে আটক করেছে র্যাব। তার নাম ইকবাল হোসেন (৪৫)। সে কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এবং উপজেলার ইসলামপুর গ্রামের আবদুল মালেক আমিনের ছেলে।
বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার রাতে নগরীর মদিনা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেফতার করে। র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল জানান, ইকবালের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালী থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। শুক্রবার তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।