চালিবন্দর থেকে ৩ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ৯:০২:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর চালিবন্দর এলাকা থেকে ৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চালিবন্দর সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের পেছনে পরিত্যক্ত একটি ঘর থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদের আটক করে কোতোয়ালী থানাপুলিশ।
আটককৃতরা হলো- নগরীর শাহপরান থানার পীরেরবাজার মোকামেরগুল গ্রামের কামাল আহমদের ছেলে সুমন আহমদ (২৮), হবিগঞ্জের বানিয়াচং থানার পাথারিয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে আবদুল আহাদ (২৫) ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার শাহপুর গ্রামের মহব্বত আলীর ছেলে মোকাররম হোসেন (৩০)।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ৩ জুয়াড়িকে আটক দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।