বালাগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ৯:১১:৪২ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জের বোয়ালজুড় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মাকড়সি গ্রামে উক্ত কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা ইসমাইল আলীর সভাপতিত্বে ও প্রিন্সিপাল মোঃ আমির আলীর সঞ্চালনায় কর্মী ও সুধী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ও বালাগঞ্জ উপজেলা আমীর ডা: মুহাম্মদ আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা জামায়াত সেক্রেটারি এডভোকেট রহমত আলী, বালাগঞ্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি শফিকুল ইসলাম, বোয়ালজুড় ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাস্টার আব্দুন নুর, বালাগঞ্জ ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি আব্দুস সবুর, ইসলামী ছাত্রশিবির বালাগঞ্জ উপজেলা দক্ষিণ সভাপতি আবিদ আলী, বালাগঞ্জ ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মারুফ আহমদ লিয়াকত, বোয়ালজুড় ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গৌছ আলী ও ৯ নং ওয়ার্ড সভাপতি হাফিজ আব্দুল মোক্তাদির।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আজিজুল ইসলাম, জামায়াত নেতা লকুছ আলী, জামায়াত নেতা আবুল কালাম ও মুরাদ হাসান।