কুলাউড়ায় ফ্রি ডেন্টাল ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ৯:১০:৫১ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ৩২০টি হতদরিদ্র পরিবারের মাঝে ফ্রি ডেন্টাল চেকআপ ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার ডিজিটাল ডেন্টাল চেম্বারের সহায়তায় বরমচাল মিশনে এ চেকআপের আয়োজন করা হয়।
মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক মি.পিউস প.স্না’র সভাপতিত্বে ও সমাজকর্মী ঊর্মিমালা রিছিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেন্টিস্ট জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডেন্টিস্ট তাজকির আহম্মেদ নাফিজ, ডেন্টিস্ট ফজলে এলাহি রিফাত, ভূকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসার প্রভাষক এস এম জুবায়ের হোসেন, এমটি ল্যাব ইউএইচসি মো. মেহেদী হাসান লিমন, ইবনেসিনা ফার্মাসিটিক্যালের প্রতিনিধি মো. রেজাউল করিম ও আরিফুল রহমান প্রমুখ। এছাড়াও ক্যাম্পে সহযোগিতা করেন প্রকল্পের শিক্ষক সৌরভ তপ্ন, রিবিকা বেপারী, হান্না মুন্ডা ও এডেন্টিনা লামিন।