জামায়াত কর্মীদের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তৈরি হতে হবে: মাওলানা হাবিব
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ৯:১৫:৩২ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ ও রাসুলের আদর্শ মেনে কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াত কর্মীদের তৈরি হতে হবে। এ আদর্শ বাস্তবায়িত হলে ব্যক্তি পরিবার রাষ্ট্র কল্যাণমুখী হবে। কল্যাণমুখী রাষ্ট্র থেকে সকল নাগরিক ইনসাফভিত্তিক অধিকার ভোগ করতে পারে। রাসুলের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে জেল জুলুম গুম খুন ফাঁসির মুখোমুখি হতে হয়। জামায়াত জাতির সামনে এ পরীক্ষা দিয়ে আসছে।
তিনি শুক্রবার সকাল সাড়ে ১১ টায় সিলেটের ওসমানীনগর উপজেলার পাঁচপাড়ায় উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান আলোচকের আলোচনায় উপরোক্ত কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ সোহরাব আলীর সভাপতিত্বে শিক্ষাশিবিরে বিষয়ভিত্তিক আলোচনা করেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আনহার আহমদ। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য হাকিম নাজিম উদ্দীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চেীধুরী শাহীন, সহকারী সেক্রেটারী সাফির আহমদ, সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মুমিন, তাজপুর ইউপি আমীর মিজানুর রহমান ও উছমানপুর ইউপি আমীর সার্জেন্ট (অব:) শায়েস্তা মিয়া প্রমূখ।