চিলাউড়া-জগন্নাথপুর সড়ক সংস্কার দাবীতে সভা
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ৯:২৮:০১ অপরাহ্ন
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- জগন্নাথপুর সড়ক প্রশস্তকরণসহ সংস্কারের দাবীতে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় বৃহত্তর চিলাউড়া গ্রামবাসীর আয়োজনে চিলাউড়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
চিলাউড়া গ্রামের মুরব্বী মোঃ সুরুত আলীর সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলাউড়া হলদিপুর ইউনিয়ন শাখার সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিপনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এম এ রব, মাওলানা সেরুজ্জামান, সাবেক ইউপি সদস্য সাব্বির আহমদ, মাওলানা মোঃ আলী আক্কাস, স্পেন প্রবাসী হারুনুর রশীদ, সমাজসেবক ছায়াদ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আরজু মিয়া, সমাজকর্মী দিলোয়ার হোসেন, ছাত্রনেতা তুহিনুর রহমান, ছাত্রশিবির সিলেট এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সমাজকর্মী রুজিল ইসলাম ও শিক্ষার্থী জসীম উদ্দিন রাহমানী।
বক্তারা বলেন, জগন্নাথপুর উপজেলা সদরের সাথে যোগাযোগ স্থাপনকারী চিলাউড়া-জগন্নাথপুর সড়ক ভেঙেচুরে একাকার হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গাড়ি চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলাও যায় না। দীর্ঘদিন ধরে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরাসহ বৃহত্তর চিলাউড়াবাসী জীবন -জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করছেন। জরুরী ভিত্তিতে সড়কটি প্রশস্থকরণসহ সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ হোসাইন আহমদ খান।