দেশের মানুষ ছিল পরাধীনতার নাগপাশে আবদ্ধ : কয়েস লোদী
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ৯:৩৩:২১ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, একাত্তরের স্বাধীনতার পর থেকে দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের মানুষ বাকস্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা হতে বঞ্চিত ছিল। ফলে সদ্য স্বাধীন দেশে বাংলাদেশের মানুষ ছিল পরাধীনতার নাগপাশে আবদ্ধ। তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহী-জনতা কাঁধে কাঁধ রেখে দেশের ও নিজেদের প্রয়োজনে জিয়াউর রহমানকে বন্দিশালা থেকে বের করে নিয়ে দেশে শাসনভার প্রদান করে। তিনি তাঁর দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতা ও দৃঢ়তা দিয়ে দেশকে নিশ্চিত ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে তুলে আনেন।
তিনি শুক্রবার বিকেলে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, স্বাধীনতা ও স্বাধীনতা উত্তর বাংলাদেশে মানুষের কাঙ্খিত মুক্তির প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবশ্যম্ভাবী চরিত্র হয়ে ওঠেন। দেশের প্রতিটি ক্রান্তিকালে তিনি আমাদের পথ দেখিয়েছেন।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ১৯৭১ সালের ৭ নভেম্বর ও ২০২৪ সালের জুলাই-আগস্ট এর বিপ্লবের মাধ্যমে এদেশের দেশপ্রেমিক জনতা দেশকে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের নাগপাশ থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছে।
বিশেষ অতিথি সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ৭ই নভেম্বরের বিপ্লব ও সংহতির আদর্শ তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদল সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক।
জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মহানগর সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলা সহ সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সুয়েব, মহানগর সহ সভাপতি মুহিবুল আলম, মহানগর সহ সভাপতি অসীম কুমার সিংহ, মহানগর সহ সভাপতি প্রাণেশ দেব, মহানগর সহ সভাপতি মঈনুল ইসলাম, মহানগর সহ সভাপতি বেলাল আহমদ, জেলা সহ সভাপতি কবির উদ্দিন, এডভোকেট শাহজাহানা সিদ্দিকী, মহানগর সহ সভাপতি সোহেল মাহমুদ, মহানগর সহ সভাপতি মো. নজরুল ইসলাম, মহানগর সহ সভাপতি মো. মালেক আহমদ, মহানগর সহ সভাপতি মো. হেদায়ত উল্লাহ হিরণ, জেলা সহ সভাপতি আবু হানিফ, মহানগর সহ সভাপতি বেলাল হোসেন বেলু, জেলা সহ সভাপতি মির্জা জাহেদুর রহমান, মহানগর সহ সভাপতি মো. জুয়েল আহমদ জুবের, জেলা সহ সভাপতি আখতার আহমেদ, মহানগর সহ সভাপতি মো. ময়নুল ইসলাম, মহানগর সহ সভাপতি মোমিনুর রহমান তানিম, জেলা সহ সভাপতি সাজ্জাদ হোসেন দুদু, ডিএইচ খান মিশু প্রমুখ। বিজ্ঞপ্তি