ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ৯:৩৯:২৭ অপরাহ্ন
সিলেট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ‘ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০২৪’ এর উদ্বোধন বৃহস্পতিবার সকাল ১১ টায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধনকৃত সিলেট জেলার ১৬টি ফুটবল একাডেমিসমূহের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানের প্রারম্ভেই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদত বরণকারী বীর শহীদদের রুহের মাগফেরাত ও আহত ছাত্র-জনতার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া প্রার্থনা করা হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহবায়ক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। টুর্নামেন্টের সার্বিক বিষয়ে সমন্বয় করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন।
উদ্বোধনী দিনের ম্যাচসমূহের ফলাফল : ১ম ম্যাচ : সিলেট ইউনাইটেড ফুটবল একাডেমি ২-০ গোলে আমির হাবিব ফুটবল একাডেমিকে হারিয়ে বিজয়ী হয়। ২য় ম্যাচ : জুম্মন লুসাই ফুটবল একাডেমি ৩-০ গোলে সিটি তৃণমূল ফুটবল একাডেমিকে হারিয়ে বিজয়ী হয়। ৩য় ম্যাচ : এমকে গ্যালাকটিকো ফুটবল একাডেমী ও সবুজ সংঘ ফুটবল একাডেমির মধ্যকার নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে সবুজ সংঘ ফুটবল একাডেমি ৩-১ গোলে এমকে গ্যালাকটিকো ফুটবল একাডেমিকে হারিয়ে বিজয়ী হয়। বিজ্ঞপ্তি