শান্তিগঞ্জে দিলোয়ার হত্যার আসামী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ৯:৪০:৫৭ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলোচিত দিলোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-৯ ও শান্তিগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর মিয়া শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মাহতাব আলী ছেলে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন।
এদিকে জাহাঙ্গীরের গ্রেপ্তারের খবর পেয়ে শান্তিগঞ্জ থানা প্রাঙ্গনে জড়ো হন নিহত দিলোয়ার মিয়ার গ্রামের বাসিন্দারা। এসময় গ্রেপ্তারকৃত জাহাঙ্গীরের ফাঁসি ও দিলোয়ার হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ করেন তারা।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর মধ্যরাতে উপজেরার সদরপুর নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় খুন হন তিন সন্তানের জনক দিলোয়ার হোসেন। এঘটনায় নিহত দিলোয়ারের স্ত্রীর দ্বিতীয় স্বামী জাহাঙ্গীর মিয়াকে প্রধান আসামী করে ৩ জনের নাম ও ৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে নিহত দিলোয়ারের বড় ভাই আলী হোসেন বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।