নগরে প্রতারণা মামলার আসামী আটক
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ৯:৪২:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর এয়ারপোর্ট থানাধীন এলাকা থেকে প্রতারণা মামলায় এক আসামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার নাম ইজ্জত মিয়া (৪২)। সে নগরীর এয়ারপোর্ট থানার চানপুর গ্রামের রফিক মিয়ার পুত্র।
আটকের সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার এসআই সুমন চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার রাতে এয়ারপোর্ট থানাধিন এলাকায় অভিযান চালিয়ে প্রতারণা মামলার আসামী ইজ্জত মিয়াকে আটক করা হয়েছে। শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।