হাসিনা পালালেও দোসররা ঘাঁপটি মেরে আছে: মির্জা ফখরুল
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ৯:৫৫:৫৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: শেখ হাসিনা পালালেও তার দোসররা ঘাঁপটি মেরে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে ফখরুল এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকার ও তাদের দোসররা এই দেশকে লুটপাট করে খেয়েছিল। আমরা দীর্ঘ ১৭ বছর এর বিরুদ্ধে লড়াই করেছি। সর্বশেষ ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা দেশ থেকে পালিয়েছে। কিন্তু তার দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। দেশের জনগণ যে কোনো অপশক্তিকে উৎখাত করতে প্রস্তুত আছে। এ জন্য আমরা সব সময় ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতে থাকব।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহান বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে আজকের এই র্যালি। এই র্যালিতে আমরা এটাই প্রমাণ করব, বাংলাদেশে সব থেকে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। ৭ নভেম্বর বিপ্লব ও গণসংহতি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান।
তিনি বলেন, যেভাবে ৭ নভেম্বব বাংলাদেশের হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার পর হাল ধরেন বেগম খালেদা জিয়া আর এখন হাল ধরেছেন তারেক রহমান। র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন এবং র্যালির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা।