জুলাই স্মৃতি ফাউন্ডেশন নেতৃবৃন্দ আসছেন আজ
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৪, ১২:৩৬:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ছাত্র-জনতার পরিবারের পাশে দাঁড়াতে অন্তর্বর্তীকালিন সরকার গঠিত ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’ নেতৃবৃন্দ সিলেট আসছেন। ফাউন্ডেশনের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এবং ফাউন্ডেশনের সচিব শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধের নেতৃত্বাধিন ১০ সদস্যের প্রতিনিধি দল আজ শনিবার সিলেট আসছেন। তারা শনিবার সকাল ৯টায় সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করবেন এবং আর্থিক অনুদান তুলে দিবেন। এর সত্যতা নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সমন্বয়ক ও কেন্দ্রীয় সহ-সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব।