সিলেটের ১৮ শহীদ পরিবারকে ৯০ লাখ টাকা অনুদান জুলাই স্মৃতি ফাউন্ডেশনের
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৪, ২:১৫:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সিলেট বিভাগের ১৮ শহীদ পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। শনিবার সকালে সিলেট জেলা প্রশাসক মিলনায়তনে অনুষ্ঠিত একটি সভায় শহীদ পরিবারের সদস্যদের হাতে পরিবার প্রতি ৫ লাখ টাকার চেক তুলে দেন ফাউন্ডেশনের সেক্রেটারী সার্জিস আলম ও প্রধান নির্বাহী মীর স্নিগ্ধ।
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ বলেন , বিগত আন্দোলনে সিলেট বিভাগের ৩২ জন ছাত্র-জনতা শহীদ হয়েছেন। এর মধ্যে শনিবার ১৮ জন শহীদের পরিবার উপস্থিত থাকায় তাদের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেয়া হয়েছে। ছাত্র আন্দোলনে নিহত দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান শহীদ সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের পক্ষে চেক গ্রহণ করেন তুরাবের মা মমতাজ বেগম ও ভাই আবুল আহসান মোঃ আজরফ (জাবুর)।
বাকী শহীদদের আইডেন্টিফাই করা হচ্ছে দু-তিনদিনের মধ্যে তাদের পরিবারের হাতে চেকগুলা তুলে দেয়া হবে।
চেক বিতরণকালে ফাউন্ডেশনের সেক্রেটারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, বিগত আন্দোলনে ২ হাজার জন শহীদ হয়েছেন। আহত হয়েছেন অনেকে। আমরা এখন পর্যন্ত দেশে ৮৭১ জন শহীদের আইডেন্টিফাই করতে পেরেছি। বাকীদেরও আইডেন্টিফাই করার কাজ চলছে। আহত অনেক হলেও আমরা এখন পর্যন্ত ২৪ হাজার জন গুরুতর আহতকে শনাক্ত করতে পেরেছি। তাদেরকেও আর্থিক সহযোগিতা করা হচ্ছে। ফাউন্ডেশনের হেল্প লাইন নাম্বার ১৬০০০-এ যোগাযোগ করে আহতগণ সহযোগিতা পেতে পারেন।
সার্জিস আলম বলেন, এই চেক বিতরণই শেষ কার্যক্রম নয়, শুরু মাত্র। আমরা সকল শহীদ পরিবারের কর্মসংস্থান, চাকুরী এবং স্থায়ী ভাতার ব্যবস্থা করবো। যতদিন ফাউন্ডেশন থাকবে ততদিন শহীদ পরিবারের পাশে আমরা থাকবো।
তিনি বলেন, মামলার ব্যাপারেও আমাদের লিগ্যাল উইং রয়েছে। সারাদেশের মামলাগুলো তারা দেখভাল করবেন। অযথা কাউকে হয়রানীর সুযোগ থাকবেনা।
এসময় সার্জিস আলম ও স্নিগ্ধ ছাড়াও ফাউন্ডেশনের ১০ সদস্যের টীম সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সমন্বয়কদের মধ্য থেকে আসাদুল্লাহ আল গালিব, হাফিজুল ইসলাম, ফয়সাল হোসাইন ও শিশির ছাড়া অন্যান্য সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন।