মৌলভীবাজারে ইসকস’র ফ্রি চক্ষু শিবির সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৪, ৬:৪৯:৩২ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ইটা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯ ঘটিকায় রায়পুর উচ্চ বিদ্যালয়ে ৩০০ জন ও বাছাই করা ৪০ জন রোগী এবং বিএনএসবি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে আরও ১০০ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। চক্ষু ক্যাম্পে বাছাইকৃত রোগী সনাক্ত করে ছানি অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এসময় চিকিৎসা সহায়তা দেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ।
সংস্থার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও আলী রাব্বী রতনের যৌথ পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএমএ এর সাবেক সভাপতি ও এমবি ক্লথ স্টোরের স্বত্বাধিকারী ডাঃ এমএ আহাদ। উপস্থিত ছিলেন, ইসকস এর উপদেষ্টা, সরওয়ার আহমদ ও মাওলানা গোলাম হোসেন সাহেব, কাওয়াদিঘী হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিবখসরু চৌধুরী, ইসকস উপদেষ্টা মাওলানা ফয়জুল ইসলাম ও রেজাউল করিম খছরু প্রমূখ।