বড়লেখায় ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৪, ৬:৫৩:৫২ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা পৌরশহরের সরকারি ডিগ্রি কলেজ রোডের ইট, বালু ও পাথর ব্যবসায়ি মো. সিরাজ মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে বাড়ি ফেরার সময় আদিত্যের মহাল গ্রামের রাস্তায় ঘটনাটি ঘটেছে। আহত ব্যবসায়িকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ব্যবসায়ী সিরাজ মিয়া (৭৫) ব্যবসার প্রায় ৩ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি পৌঁছার মাত্র একশ’ গজ পেছনে আদিত্যের মহাল গ্রামের রাস্তায় চার মুখোশধারী দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে সিরাজ মিয়াকে রক্তাক্ত জখম করে তার সাথে থাকা ব্যবসার প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। আহত ব্যবসায়ীর চিৎকারে প্রতিবেশি ও স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত ব্যবসায়ী সিরাজ মিয়ার ছেলে সুমন আহমদ জানান, দীর্ঘদিন ধরে তার বাবা পৌরশহরের সরকারী কলেজ রোডে ইট, বালু ও পাথরের ব্যবসা করছেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে ব্যবসা শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ি পৌঁছার পূর্বক্ষণেই চার মুখোশধারি দুর্বৃত্ত হামলা চালিয়ে গুরুতর আহত করে তার বাবার সাথে থাকা ব্যবসার প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তার বাবাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূম জানান, ঘটনাটি শুনেছেন। তবে, শনিবার বিকেল পর্যন্ত এব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন।