তাহিরপুরে ইউপি সদস্য গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৪, ৬:৫৯:১২ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য মুশাহিদ আলম রানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনসহ একাধিক মামলার রয়েছে। গত শুক্রবার (৮ নভেম্বর) ভোর রাতে যাদুকাটা নদীর পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, মুশাহিদ আলম রানুর বিরুদ্ধে উপজেলার অন্যতম বালু মহাল যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন, যাদুকাটায় অবৈধ ড্রেজার ও সেইভ মেশিন পরিচালনার অভিযোগ রয়েছে। এসব অবৈধ কর্মকা-ে স্থানীয় অনেকে তাদের বসত ভিটে হারায়। তার অন্যায় কাজের প্রতিবাদ ও বিচারের দাবিতে এলাকায় একাধিক বার মানববন্ধন করে ভুক্তভোগীরা। এর পূর্বেও গত বছরের আগস্টে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যাদুকাটা নদী থেকে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ। রানুর সাথে জড়িত রয়েছে প্রভাবশালী বালু ও পাথর খেখুচক্র। যাদের নদীর পাড়ে জমি আছে আর বালু বিক্রি করতে কৌশলে নদীর পাড় কিনে মালিক সেজে পাড় কেটে বালু বিক্রি করে ধংশ করেছে গ্রামের পর গ্রাম। বসতবাড়ি হারিয়েছে হাজার হাজার পরিবার।
ক্ষতিগ্রস্থ নদীর পাড়ের বাসিন্দাগন জানান, রানু মেম্বারকে যারা সহযোগিতা করেছে, যাদের ছত্রছায়ায় ছিল এবং সাহস দিয়ে নদীটাকে ধংস করেছে তাদেরকেও আইনের আওতায় আনা প্রয়োজন। তাদের কারণে আমরা নদীর পাড়ের বসতবাড়ি নদীতে বিলিন হয়েছে। যাদুকাটা নদী এখন সাগরে রুপ নিয়েছে।
তাহিরপর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মারামারির ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।