অংকুর-সিলেটের পুরস্কার বিতরণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৪, ৮:১৪:০৬ অপরাহ্ন
জাতীয় শিশু কিশোর সংগঠন ‘অংকুর’ সিলেট এর উদ্যোগে মাসব্যাপী মহানবী (সাঃ) এর জীবনী পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় নগরীর উপশহরের সিলেট মডেল মাদরাসা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট অংকুর-এর উপদেষ্টা বিশিষ্ট শিশু সংগঠক কে এম আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দিশেহারা মানুষ আজ মুক্তির নেশায় বিভোর। কিন্তু কিসে সে মুক্তি! রাসুলুল্লাহ (সাঃ) এর জীবনের মাঝেই নিহিত রয়েছে মানুষের ইহ-পরকালীন মুক্তি। সেই মুক্তির পথেই সবাইকে ফিরে আসতে হবে। তিনি ব্যক্তি ও সমাজ জীবনে শান্তি ও মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে রাসুলুল্লাহ সাঃ এর আদর্শ অনুস্মরণের আহবান জানান।
অংকুর সিলেটের পরিচালক খসরুল আলমের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক শফি উদ্দিন শাফীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ্য লুমিনাস স্কুলের অধ্যক্ষ মো: সাইফুর রহমান, দারুন্নাজাত মডেল মাদরাসা সিলেটের পরিচালক মাওলানা খায়রুল ইসলাম, সিলেট মডেল মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান এবং মারকাযুল মদিনা হিফজ মাদরাসার পরিচালক হাফিজ মাওলানা আবদুল হামিদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দারুন্নাজাত মডেল মাদরাসার সহকারী শিক্ষা সচিব তাহের আব্দুল্লাহ ও শাহজালাল একাডেমির ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ তাজ উদ্দিন।
দুটি বিভাগে আয়োজিত প্রতিযোগিতায় ৫ জন করে মোট ১০ জন বিজয়ী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। বিজয়ীদের মধ্যে ‘ক’ বিভাগে তৃতীয় স্থান অধিকার করে সিলেট শাহপরান দ্য লুমিনাস স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ও বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের শিশু বিষয়ক প্রতিনিধি লাবীব ইকবাল। তার হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগিকে ‘সার্টিফিকেট ফর পার্টিসিপেশন’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল, ফজলে মঞ্জুর ভূঁইয়া সহ অন্য অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি