মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নজীব সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৪, ৮:২৭:১০ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নজীবুর রহমান নজীবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মহানগর যুবদলের অন্যতম নেতা হারুন রশীদ আকাশ ও মোহাম্মদ মুন্নার যৌথ উদ্যোগে গত শুক্রবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ পুরানলেনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মহানগর যুবদলের সহ-সভাপতি লাহিন আহমেদের সভাপতিত্বে ও ১ম সহ-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ খাঁন তাইফুরের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক সবরুল ইসলাম নেপুর, যুবদল নেতা রাজু তালুকদার, মোঃ সুমন আহমেদ ইমন, মোঃ দিদার, মোঃ নুরুল আলম প্রমুখ। যুবদল নেতৃবৃন্দ সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নজীবুর রহমান নজীবকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন। বিজ্ঞপ্তি