দুর্নীতিমুক্তকরণ ফোরামের গণজমায়েত সফলের আহ্বান
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৪, ৮:৩০:০৬ অপরাহ্ন
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন সম্প্রতি সুইজারল্যান্ডে অন্তর্র্বতীকালীন বিপ্লবী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপর হামলার নিন্দা জানিয়েছেন।
আগামী ১১ নভেম্বর-২০২৪, সোমবার বেলা ২টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সংস্কারের সমর্থনে, চাউলসহ নিত্যপণ্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনা, আইন-শৃঙ্খলার দ্রুত উন্নয়ন, দেশের স্থিতিশীলতা নিশ্চিতের দাবীতে গণজামায়েত সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
গত ৮ নভেম্বর শুক্রবার ও ৯ নভেম্বর শনিবার দুপুরে সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ ৩য় তলায় অস্থায়ী কার্যালয়ে পৃথক পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য সাবেক ছাত্রনেতা আব্দুল গফুর, গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার, ফোরামে কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সদস্য এনামুল হক আবুল, সাবেক যুগ্ম সম্পাদক তারেক আহমদ বিলাস, কেন্দ্রীয় সদস্য আব্দুল মুতাওয়ালী ফলিক, সরোজ ভট্টাচার্য্য, আফছারুজ্জামান আফছর, হকার্স নেতা শাহজাহান আহমদ, পিয়ার হোসেন, জানে আলম, সন্তোষ দেব, এন.আই. নজর, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম কেন্দ্রিয় সভাপতি ইমাম হোসেন, সহ সভাপতি নুরুল ইসলাম জিতু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, কেন্দ্রীয় নেতা রেজাউল করিম লিটন, ব্যাটারি রিক্সা শ্রমিক ইকবাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি