সিলেটে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৪, ৮:৫৩:০৩ অপরাহ্ন
প্রথম আলো সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিল। আগামীতেও নীতিতে অটল থেকে প্রথম আলোর যাত্রা অব্যাহত থাকুক। সিলেটে প্রথম আলোর ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে বক্তারা এমন প্রত্যাশা করেছেন।
শনিবার বিকেল সাড়ে চারটায় সিলেট নগরের জিন্দাবাজার এলাকার নজরুল একাডেমিতে সিলেট প্রথম আলো বন্ধু সভার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্যাপন হয়। অনুষ্ঠানে প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশের সঞ্চালনায় বক্তব্য দেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ জহিরুল হক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটে সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিলেট প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা এমাদুল্লাহ শহীদুল ইসলাম, গল্পকার জামান মাহবুব, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সদস্য শামসুল বাসিত শেরো, পরিবেশ আইনবীদ সমিতির (বেলা) সিলেট বিভাগের সমন্বয়ক শাহ সাহেদা আখতার, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে আন্দোলনকারী হিসেবে ভূমিকা রাখা সাজ্জাদুর রহমান।
গীতবিতান বাংলাদেশ’র পরিচালক ও বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরীর পরিচালনায় এবং শিল্পীদের অংশগ্রহণে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ছাত্র-জনতার আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে বক্তব্য দিতে গিয়ে শাহজালাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুর রহমান বলেন, ছাত্ররা যৌক্তিক অধিকার নিয়ে আন্দোলনে নেমেছিল। কিন্তু স্বৈরাচারি সরকার নিজেদের ‘ইগো’ এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল দেশের ৯০ থেকে ৯৫ ভাগ মানুষের সমর্থন পাওয়া শিক্ষার্থীদের যৌক্তিক সেই দাবিকে গ্রাহ্য করেনি। শিক্ষার্থীরা শপথ নিয়েছিল তাদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না। শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। এমনও দিন গেছে শিক্ষার্থীরা নিজেদের রক্ষা করতে রাতে ৩-৪টি তালা বন্ধ করে থেকেছেন। যে কোনো সময় হামলা হতে পারে সে জন্য সব সময় নিজেদের সঙ্গে গামছা জড়িয়ে রেখেছেন।
‘জেগেছে বাংলাদেশ’ ও ‘সত্যে তথ্যে ২৬’ এ প্রতিপাদ্যকে সামনে সিলেটে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বক্তারা বলেন, প্রথম আলো সব সময় নির্ভিকভাবে ন্যায়ের পক্ষে ছিল আগামীতেও থাকবে বলে আমরা বিশ^াস করি। প্রথম আলো বিশ্বাস ও আস্থার জায়গা। কাগজটি সমাজের সকল অসংগতি তুলে ধরেছে। যে সরকারই আসুক প্রথম আলো অতীতের মানবতাবিরোধী বিষয়গুলো তুলে সুসাংবাদিকতা বজায় রাখবে বলে আশাবাদি।
এ সময় বক্তারা বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানকে স্মরণ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। বিজ্ঞপ্তি