সুনামগঞ্জে অটোর ধাক্কায় শিক্ষকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৪, ৮:৫৬:২১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে অটো রিক্সার ধাক্কায় গুরুতর আহত সুনামগঞ্জ পিটিআইয়ের প্রশিক্ষণার্থী রাজিব চৌধুরী (৩৪) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার রাত দুইটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজিব।
তিনি শাল্লার নিয়ামতপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য অমল চৌধুরী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রিনা তালুকদারের ছেলে। তাদের পরিবারের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে রাজিব চৌধুরী দ্বিতীয়। সুনামগঞ্জ পিটিআইয়ের এই বছরের ডিপিএড প্রশিক্ষণার্থী (বিটিপিটি ব্যাচ-৩’এর প্রশিক্ষণার্থী ছিল) তিনি।
জানা যায়, গত বুধবার রাত সাড়ে আটটায় সুনামগঞ্জ পিটিআইয়ের সামনের সড়ক পারাপারের সময় বেপরোয়া একটি অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার দুপুরে রাজিবের মরদেহ তার শাল্লার বাড়ি নিয়ামতপুরে পৌঁছালে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। রাজিবের মৃত্যুতে সুনামগঞ্জ পিটিআইয়ে শোকের ছায়া নেমে আসে। সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। সহজ-সরল ও সামাজিক ছিলেন শিক্ষক রাজিব চৌধুরী। তার মৃত্যুতে সুনামগঞ্জ পিটিআইয়েও শোকের ছায়া নেমে আসে। অন্যান্য প্রশিক্ষণার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা যোগাযোগ মাধ্যমে প্রয়াত রাজিবের ছবি পোস্ট করে শনিবার সকাল থেকেই নিজেদের শোকানুভুতি প্রকাশ করছেন।
শনিবার দুপুর একটায় রাজিবের মরদেহ তার গ্রাম শাল্লার নিয়ামতপুরে পৌঁছালে শোকে কাতর মা রিনা তালুকদারসহ স্বজনদের আহাজারিতে গ্রামে শোকের পরিবেশ তৈরি হয়।