দিরাইয়ে অ্যানিমেশন মেধাবৃত্তি অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৪, ৯:০৪:২৪ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি: দিরাই-শাল্লার জনপ্রিয় সামাজিক সংগঠন অ্যানিমেশন স্বেচ্ছাসেবী সংগঠন-এর উদ্যোগে প্রতিবছরের মতো এ বছরও ‘অ্যানিমেশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দিরাই উপজেলার ব্রজেন্দ্রগঞ্জ রাম চন্দ্র উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় দিরাই-শাল্লা,খালিয়াজুড়িসহ বিভিন্ন উপজেলার পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণির প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্রে উৎসবের আমেজ তৈরি হয়। আগত শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দ বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং অ্যানিমেশন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রশংসা করেন।
অভিভাবকগণ জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এ ধরনের জ্ঞানমূলক আয়োজন আরো বেশী পরিমাণে বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা লেখা পড়ায় মনোযোগী ও প্রতিযোগী হবে। তারা এর ধারাবাহিকতা ধরে রাখার আহবানও জানান। পরীক্ষা শেষে বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অ্যানিমেশন স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী সদস্য মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদের সভাপতিত্বে, অ্যানিমেশন স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী সদস্য ও সাংবাদিক আমির মাহবুবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্রজেন্দ্রগঞ্জ রাম চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন, শাল্লা শাহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, গোবিন্দচন্দ্র সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকার, ব্রজেন্দ্রগঞ্জ রাম চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসিত বরণ চৌধুরী, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তাফা সর্দার, দিরাই বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃপেশ রঞ্জন রায়, রাজানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সূর্যসেন দাস পান্না, মুজাম্মেলস এডু ল্যাবের স্বত্বাধিকারী ও অ্যানিমেশন স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী সদস্য মোজাম্মেল হক প্রমুখ। আলোচনা শেষে বৃত্তি হিসেবে মোট ৩৩ জনকে সম্মাননা স্মারক, সম্মাননা সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।