আল-আক্বসা ফাউন্ডেশনের ইউনিফর্ম উন্মোচন
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৪, ৯:০৩:২০ অপরাহ্ন
যেকোনো দুর্যোগে পাশে থাকার ও সমাজ সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে গঠিত জনকল্যাণমূলক দাতব্য সংগঠন আল-আক্বসা ফাউন্ডেশন’র ইউনিফর্ম উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেলে সংগঠনের মূল উদ্যোক্তা ইতালি প্রবাসী কয়েছ আহমদ বাবলার অর্থায়নে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ ইউনিফর্ম উন্মোচন করা হয়।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল খালিকের পরিচালনায় প্রথমে কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ সাহেদ আহমদ। উপস্থিত স্থানীয় জনতা ও ফাউন্ডেশনের সকল সদস্যদের সম্মুখে ইউনিফর্ম উন্মোচন করেন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান দুলাল।
এরআগে গত ০১ সেপ্টেম্বর’২৪ মোল্লাগ্রামের একঝাঁক শিক্ষিত তরুণ ও যুবকদের নিয়ে ফাউন্ডেশনটির ভিত্তি স্থাপন করা হয়। কিছুদিনের মধ্যেই এর সদস্য সংখ্যা দুইশ’ অতিক্রম করে। প্রথম দিকে আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে সাংগঠনিক সবকার্যক্রম পরিচালনা করা হলেও গত ৫ অক্টোবর’২৪ এক সাধারণ সভার মাধ্যমে কার্যকরি কমিটি গঠন করা হয়।
সভার সর্বসম্মতি ক্রমে মাওলানা আব্দুল্লাহ-আল-মামুনকে সভাপতি ও আব্দুল খালিককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।এরপর কবির আহমদকে সিনিয়র সহ-সভাপতি, কামরুল ইসলামকে সহ-সাধারণ সম্পাদক, আবু বক্করকে কোষাধ্যক্ষ, শাহীন আহমদ রাজুকে সহ-কোষাধ্যক্ষ, ইব্রাহিম বিন তায়্যিবকে সাংগঠনিক সম্পাদক, তারেক আজিজকে দপ্তর সম্পাদক, আবু তারেককে প্রচার সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শনিবারের অনুষ্ঠানে সমাজ সংস্কার ও জনদুর্ভোগ লাঘবের নিমিত্তে গুরুত্বপূর্ণ দুইটি কাজ সম্পন্নের সিদ্ধান্ত গৃহীত হয়। এলাকায় ঘন ঘন চুরি ও মাদকের বিস্তার রোধে গ্রামের ২০টি অন্ধকার স্পটে সোলার প্যানেলযুক্ত সড়ক বাতি স্থাপন ও নির্বিঘ্নে যাতায়াতসহ যানচলাচলের জন্য গ্রামের ৩টি ভাঙা রাস্তা সংস্কার এবং রাস্তার উপর নির্মিত স্থাপনাসমূহ উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। কাজ দুইটি আগামী মাসের মধ্যেই সম্পন্নের নিশ্চয়তা দেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি